নাদিম আহমেদ অনিক,স্টাফ রিপোর্টার-
মাগুরা জেলার, মহম্মদপুর থানাধিন ৪ রাজাপুর ইউনিয়নের গোরনাদা গ্রামের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুর কাজীর বাড়ীতে শনিবার সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা ও মাদক ব্যবসায়ীরা হামলা চালায়।
তথ্যনুসন্ধানে জানা যায়, ৪নং রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রাজাপুর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি মোঃ মিজানুর বিশ্বাস নৌকা প্রতীকে নির্বাচন করে ২৮ নভেম্বর ২০২১ইং তারিখে বিপুল ভোটে পরাজিত হন রাজাপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাকিরুল ইসলাম খানের কাছে।
এতে ক্ষিপ্ত হয়ে মিজানুর বিশ্বাস আওয়ামীলীগের নেতাদের উপর আক্রমন চালাতে থাকে। সুত্রে জানা যায় মিজানুর রহমান চেয়ারম্যান থাকাকালিন তার ছেলে সাফায়েত বিশ্বাস রাজাপুর ইউনিয়নে একক ভাবে মাদকের ব্যবসা করে গেছেন। চেয়ারম্যানের ছেলে হওয়াই কেহ প্রতিবাদ করার সাহস পায়নি।
ওই সব কার্যকলাপের কারণে মিজানুর রহমান বিশ্বাস নৌকা প্রতীক নিয়েও উঠে আসতে পারেনি এবং নির্বাচনে তার ভরা ডুবুরি হয়। বর্তমানের রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান শাকিরুল খান রাজাপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে মিজানুর বিশ্বাস রাজাপুর ইউনিয়নের বিএনপির সভাপতি শামিমুল হক সামাল মৃধার সাথে হাত মিলিয়ে মাদক বানিজ্য সয়লাভ করার জন্য মাঠে নামে বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে। ২৮ মে ২০২২ইং তারিখ শনিবার বিকালে রাজাপুর বাজারে মিজানুর বিশ্ববাস বিএনপির নেতা কর্মীদের নিয়ে অবস্থান নেয়।
বর্তমান চেয়ারম্যান শাকিরুল খানের লোকজন বাজারে আসা মাত্র তারা সমষ্টিগত ভাবে তাদেও উপর হামলা চালায়। এতে উভয় পক্ষ সংঘর্ষের রুপ নেয় ও বিএনপির লোকজন দোকান পাঠ ভাংচুর করে। তার কিছুক্ষণ পর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোবর নাদা গ্রামের সাইফুর কাজীর বাড়ীতে হামলা চালায় রাজাপুর ইউনিয়নের বিএনপি সভাপতি শামিমুল হক শামাল মৃধা ও মাদক সম্রাট সাফায়েত বিশ্বাস-সহ তাদের লোকজন। এব্যাপারে মহম্মদপুর থানায় সাইফুর কাজী নিজে বাদী হয়ে একটি অভিযোগ দ্বায়ের করেন।