সৈয়দ মাহবুবুর রহমান ঃঃ আজ ২৯শে মে রবিবার বেলা ১২.০০ টায় মুন্সীগঞ্জ পিটিআইতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় উপপরিচালক তাহমিনা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোঃ কামরুজ্জামান, ময়মনসিংহ পিটিআই এর সুপারিনটেনডেন্ট মুহাম্মদ রকিবুল ইসলাম তালুকদার, মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ ভূঁইয়া।
প্রশিক্ষণার্থী বিকাশ কুমার রায় ও অপরাজিতা সাহা এবং সিনিয়র ইন্সট্রাক্টর মমতাজ শাহানা সিরাজীর সঞ্চালনায় ও মুন্সীগঞ্জ পিটিআই এর সুপারিনটেনডেন্ট দিল আফরোজ খানমের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন – সদ্য পিআরএলে যাওয়া সহকারী সুপারিন্টেন্ডেন্ট মোঃ সুলতান উদ্দিন মোকামী, মুন্সীগঞ্জ পিটিআই এর সহকারী সুপারিন্টেন্ডেন্ট আয়েশা আক্তার, ইন্সট্রাক্টরগণ বিভিন্ন উপজেলার ইউআরসি ইন্সট্রাক্টরগণ, দৈনিক বাংলার আলো নিউজ ও মুন্সীগঞ্জ পিটিআই এর সাহিত্য সম্পাদক মোঃ জিয়াউর রহমান জীবন, ডিপিএড ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রশিক্ষনার্থীবৃন্দ এবং প্রশিক্ষণ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষনার্থী মোঃ মিজানুর রহমান, গীতা থেকে পাঠ করেন অপরাজিতা সাহা।
১ম পর্বে সন্মানিত অতিথিদের আলোচনা, স্মৃতিচারণ ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দিক নির্দেশনামূলক পরামর্শ শেষে ২য় পর্বে প্রশিক্ষণ বিদ্যালয় এবং মুন্সীগঞ্জ পিটিআই এর প্রশিক্ষনার্থী প্রতিযোগিদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
৩য় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সুরেলা কণ্ঠে গান পরিবেশন করেন প্রশিক্ষনার্থী মোঃ মিজানুর রহমান, মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন শান্তা আক্তার ও রিজভী তিন্নি।
এরপর দূপুরের খাবার ও নামাজ শেষে অতিথিদের নিয়ে হাওয়ার্ড গার্ডনারের বহুমুখী বুদ্ধিমত্তা তত্বের স্তম্ভ উদ্বোধন করেন তাহমিনা খাতুন, বিভাগীয় উপপরিচালক ( অতিরিক্ত দায়িত্ব) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা বিভাগ, ঢাকা।