মোঃরিফাত ইসলাম,জেলা প্রতিনিধি ফরিদপুরঃ
ফরিদপুরে সাংবাদিকদের সাথে প্রেস কাউন্সিলের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০ টায় সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিকতার নীতিমালা, প্রেস কাউন্সিল আইন আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিত করন শীর্ষ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক ফরিদপুরের ৫০ জন সাংবাদিকদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি উদ্বোধন করেন এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি (আপিল বিভাগ) মোঃ নিজামুল হক নাসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব ও (অতিরিক্ত সচিব) মোঃ শাহ্ আলম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য এবং ডেইলী অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল। এ কর্মশালায় মধ্য দিয়ে জেলার কর্মরত সাংবাদিক বৃন্দ ভবিষ্যতে তাদের কাজের পরিধি বাড়াতে পারবে এবং সাংবাদিকতায় দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।