মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২৮ মে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ৫ জন মাদকসেবীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পরোয়ানা ভুক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ।
উপজেলা প্রসাশন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিষ্ট্রেট সোহেল রানা।
এসময় ইয়াবা সেবনরত অবস্থায় উচ্ছৃঙ্খল আচরণ করায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ৫ জন যুবকের প্রত্যেককে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ডে দন্ডিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট সোহেল রানা। দন্ডিতরা হলেন মোবাশ্বের ইসলাম, এনামুল হক, আবু হায়দার সোহাগ, সাইদ মোহাম্মদ রাশেদ, মাহবুব আলম মুন্না। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা গেছে, এস আই উবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পরোয়ানা ভুক্ত আসামী, ব্রাহ্মণপাড়া উপজেলার কল্পবাস গ্রামের মোঃ আমিনুল হক বাবুলের ছেলে মাসুকুল হক ( ড্রাইভার) (২৪)কে গ্রেফতার করে।
এস আই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ পরোয়ানা ভুক্ত আসামী, ব্রাহ্মণপাড়া থানার নাল্লা গ্রামের আব্দু মিয়ার ছেলে মোঃ আব্দুল লতিফ দানু মিয়াকে এবং ব্রাহ্মণপাড়া থানার উত্তর তেতাভুমি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৪২) কে গ্রেফতার করে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, আসামীগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।