ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)’র ৪১ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহ সভাপতি, ভালুকা উপজেলা যুবদলের সাধারন সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রাকিবুল হাসান খান রাসেলের উদ্যোগে ৩০ মে সোমবার দুপুরে ভালুকা সরকারী কলেজ চত্তর থেকে একটি র্যালী বেড় হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই স্থানে গিয়ে মিলিত হয়।
পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)’র আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে ঢাকা- ময়মনসিংহ মহা সড়কে ভাসমান দুস্থ্য ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।