পটুয়াখালী প্রতিনিধিঃ- মনজুর মোর্শেদ তুহিন
প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ, নারীর ক্ষমতায়ন, আশ্রায়ন-২ প্রকল্প, শিক্ষা সহায়তা প্রদান, পল্লী সঞ্চয়, ডিজিটাল বাংলাদেশ গড়া, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য সেবা, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা এবং ঘরে ঘরে বিদ্যুতয়নের স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন চ্যালেঞ্জ, নতুন সম্ভবনা চিহৃতকরণ ও বহুল প্রচারে করণীয় শীর্ষক দিন ব্যাপী এক কর্মশালা পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩০ মে বেলা ১১টায় শুরু হয়ে পটুয়াখালী ক্লাব মিললায়তনে এ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ্যাড. শাহজাহান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ.স.ম ফিরোজ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, জেলা পরিষদ প্রশাসক মোঃ খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান। এসময় সকল মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।