তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাধি জমি চাষের আওতায় আনায়নে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ও উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী অঞ্চলের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের পরিচালনা বোর্ডের সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান, জেলা বিএডিসদর প্রকৌশল মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার হোসেন মুক্তা, ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, আব্দুল খালেক, ময়নুল হক, জুলফিকার আলী ভুটু, জ্ঞানেন্দ্রনাথ বসাক, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেদ খান জয় প্রমূখ।