সাইফুর নিশাদ
নরসিংদী প্রতিনিধি
মনোহরদীতে ইউপি নির্বাচন উপলক্ষে খিদিরপুর,কৃষ্ণপুর ও চরমান্দালিয়া ইউনিয়নের সব পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার অডিটরিয়ামে মনোহরদী উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাসেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান।
এতে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম)। এ ছাড়া অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন। উপজেলার ৩ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা প্রার্থীরা এতে অংশ নেন। তারা নিজ নিজ এলাকার নির্বাচনী নিয়ে বক্তব্য রাখেন।
এতে সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, মনোহরদীর মানুষ শান্তি প্রিয়। এখানে কেউ হানাহানি বিশ্বাস করে না । তাই ১৫ই জুন নির্বাচনে ভোটারগন তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন। আর সেটা নিশ্চিত করতে আমরা কাজ করছি।
জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম তার বক্তব্যে বলেন, নির্বাচন ঘিরে কোন প্রকার অপ্রীতিকর ঘটনায় কাউকে ছাড় দে’য়া হবে না।