রুহুল আমিন, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
মানিকগঞ্জের ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হজ্জ যাত্রীদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মে) সকাল সাড়ে দিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ।
প্রশিক্ষণ কর্মসূচীতে হজ্জ যাত্রীদের হজ্জের ধর্মীয় বিধি বিধান ও স্বাস্থ্য বিষায়ক সহ সকল প্রয়োজনীয় বিষয় সমূহের উপর প্রশিক্ষণ প্রদান করেণ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো সানোয়ারুল হক, হাব প্রতিনিধি মাওলানা সেলিম হোসাইন আজাদী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মুফতি আশরাফুল আলম, ড হাবিবুল্লাহ খান প্রমুখ।জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, অধ্যক্ষ ড মোহাম্মদ ফারুক হোসেন, অধ্যক্ষ মনিরুজ্জামান রাব্বানী, খতিব মাওলানা মুফতি রফিকুল ইসলাম, ডা সাজ্জাদ কবিরসহ প্রমুখ।