রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের, সশস্ত্র হামলার প্রতিবাদ এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে, রামগঞ্জে মানববন্ধন ও মিছিল করা হয়।
২৯ শে মে রবিবার সকালে, রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভর নেতৃত্বে, এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আয়োজন করা হয়। এসময়ে তারা, রামগঞ্জ মুক্তিযোদ্ধা মঞ্চসহ রামগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে, রামগঞ্জ পৌর মুজিব চত্ত্বরে এসে শেষ করেন।
এসময়ে তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে, কূটক্তি করে কথা বলার কারনে, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক জুয়েলকে, প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসময়ে উপস্থিত ছিলেন, রামগঞ্জ পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আঠিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ফরিদ খলিফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী সুবজ, ১নং কাঞ্চপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাছেল মাহমুদ রাজ, সাধারণ সম্পাদক মোঃ নাঈম ভূঁইয়া, চন্ডীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফাহিম, দরবেশপুর ইউনিয়ন ছাত্রলীগের মোঃ মুন্নাসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীরা। এইদিকে নাম প্রকাশে অনিচ্ছুক রামগঞ্জ ছাত্রলীগের এক নেতা বলেন রামগঞ্জে কোনো আন্দোলন-সংগ্রাম আসলেই রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল নিরুদ্দেশ হয়ে যায় কেন? আমরা দলীয়ভাবে এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ ভাইয়ের নেতৃত্বে আমরা সক্রিয় থাকি এবং সকল প্রোগ্রাম সফলসহ জামাত- বিএনপির নাশকতা প্রতিহত করার চেষ্টা করি।
অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রামগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। আজ রবিবার সকাল ৮টায় শহরের সরকারী কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ছাত্রদল নেতাকর্মীরা। মিছিল পরবর্তি বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক জহির রায়হান বাবু, সাধারণ সম্পাদক রাকিব হাসান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দামসহ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]