বুলবুল হাসান : পাবনার সাঁথিয়া থানার চাকলা মোল্লাবাড়ি মোড় বাসস্ট্যান্ডে আজ রবিবার (২৯ মে) সকাল পনে নয়টার দিকে বাস ও ভ্যানের মুখোমুখি সংষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে।স্থানীয়রা জানান বাসের ধাক্কায় নিহত বাচ্চু উপজেলার চাকলা পুর্বপাড়া গ্রামের মৃত ওহাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল সেই সময় রাস্তা পার হচ্ছিলেন বাচ্চু। সিরাজগঞ্জ থেকে পাবনা হয়ে কুষ্টিয়াগামী রয়েল ডাচ পরিবহনের বাসটি তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা বাসটিকে ধাওয়া করে আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়। এ ব্যাপারে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে যানজট নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এ বিষয়ে মাধপুর হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।