আশরাফুর রহমান, স্টাফ রিপোর্টার মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ২ দিন ব্যাপী শিশু মেলার আয়োজন করা হয়েছে। রবিবার (২৯ মে) সকাল ১১টায় মেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ এমপি।
ভারপ্রাপ্ত ইউএনও মোঃ ইমরান খানের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলামের সঞ্চালনায় বেলা সাড়ে ১১টায় কালকিনি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, কালকিনি পৌরসভার মেয়র এস.এম. হানিফ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেন, কালকিনি থানার নবাগত ওসি মোঃ শামিম হোসেন, রমজানপুর ইউপি চেয়ারম্যান বি.এম.মিল্টন ইব্রাহিম।
মেলায় পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর শতাধিক ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। মেলা আয়োজক কমিটি জানান, রবিবার নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক প্রতিযোগিতার মধ্যমে ২ দিন ব্যাপী শিশু মেলার সমাপ্ত হবে।