তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে আমকুড়াতে গিয়ে বয়লার মুরগির খামারের অবৈধ্য বিদ্যুৎ সংযোগের তারের সাথে জড়িয়ে জান্নাতি খাতুন জুঁই (৮) নামের এক শিশু নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে উপজেলার তালম ইউনিয়নের তালম সাহেব বাজার এলাকায়। নিহত জান্নাতি খাতুন জুঁই ওই গ্রামের জিল্লুর রহমানের মেয়ে ও তালম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, ওই গ্রামের ব্রয়লার মুরগির খামারী তার খামারের চার পাশে জেআই তার দিয়ে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলো। ভোরে সেই খামারের পাশে আম কুড়াতে গিয়ে প্রতিবেশী জিল্লুর রহমানের স্কুলপড়ুয়া মেয়ে ওই বৈদ্যূতিক তারের সাথে আটকে গিয়ে নিহত হয়। তালম ইউনিয়নে ৮ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, খামারী আবু তালেব আমাকে সকালে মুঠোফোনে বলেন, তার মুরগির খামারের পাশে শেয়াল মারতে পেতে রাখা বিদুৎতিক ফাঁদে শিশু মারা গেছে। এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি (তদন্ত) নুরে আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।