ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের মোঃ লাবলু শেখ সরকারী জায়গা দখল করে পাকা স্থাপনা তৈরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পার্শ্ববর্তী রাস্তা ও বারাশিয়া নদের প্রায় দুই শতক জায়গা দখল করে তিনি এক তলা ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ এলাকাবাসীর।
একাধিক সূত্র জানায়, লাবলু শেখের বাড়ির সামনে দিয়ে সড়ক ও জনপথ বিভাগের একটি কার্পেটিং রাস্তা এবং পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বারাশিয়া নদ সমান্তরাল ভাবে বয়ে গেছে। লাবলু যে জায়গায় বিল্ডিং করছেন তার সিংহ ভাগই রাস্তা ও নদীর অংশ। তিনি রাস্তার কার্ণিশ ঘেষে ঘর তৈরি করছেন যা পথচারী ও জানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করবে। ভবিষ্যতে রাস্তাটি সম্প্রসারণের প্রয়োজন হলে সেক্ষেত্রে চরম বাধা হয়ে দাঁড়াবে ভবনটি। এক প্রশ্নের জবাবে লাবলু শেখ বলেন,রাস্তার জায়গায় আমি ঘর করছিনা বরং রাস্তা-নদী আমার জায়গায়। আমার কাজে বাঁধা দেওয়ার সাধ্য কারো নেই।
জানতে চাইলে ইউপি সদস্য মহসিন আলম বলেন, লাবলুর জায়গাটি নদী ও সড়কের পাশ ঘেঁষে অবস্থিত। মাপ-ঝোক হলে হয়তো রাস্তার কিছু অংশ ঘরের মধ্যে ঢুকে যেতে পারে। মাগুরা গ্রামের অনেক জমি ইতিপূর্বে নদী ও সড়কের জন্য অধিগ্রহণ করা হয়। টাকাও পরিশোধ করে সরকার। কিন্তু অজ্ঞাত কারণে ঐ জমিগুলো হালসনের বিএস রেকর্ডে সরকারি খাতায় অন্তর্ভুক্ত হওয়া থেকে বঞ্চিত হয়। রাস্তার জায়গায় স্থাপনার বিষয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।