কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা॥ পিরোজপুর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের ৯ম সেক্টরের বেসামরিক প্রধান সাবেক প্রতিমন্ত্রী, পিরোজপুর ২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম মঞ্জুর’র এর দ্বিতীয় মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে ২৫ মে থেকে ২৯ মে পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়নের সকল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস,এম আহসান কবীর, সাধারন সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ, সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক বদরুদ্দোজা মিয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন অলি, সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম পান্নু, ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব সোয়াইব সিদ্দিকি, যুবদল সভাপতি সায়েম উদ্দিন তালুকদার, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদারসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করা হয়।