সজীব হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের উপর পৌওতা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস আ্যম্পুলসহ এক জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার (খ) সার্কেলের সদস্যরা। রোববার (২৯ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করে।
মামলা সূত্রে জানা যায় আদমদীঘির সান্তাহার পৌর শহরের উপর পৌওতা এলাকায় নিজ বাড়ীতে মাদকদ্রব্য রেখে বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কালো কালার কাপড়ের ব্যাগের মধ্যে কাগজের ঠোঙ্গায় ১৫ টি কাচেঁর আম্পুলে প্রতিটি লীকা ২ মি.লি.করে সর্বমোট ৩০ মি.লি. বুপ্রেনরফিন যার বাণিজ্যিক নাম কুপেজেশিক ইনজেকশন এবং ১৫ টি কাচেঁর আ্যম্পুলে প্রতিটিতে ২ মি.লি.করে সর্বমোট ৩০ মি.লি. ডায়াজিপাম যার বাণিজ্যিক নাম ইজিয়াম উদ্ধার করা হয়।
আটককৃত হলেন সান্তাহার পৌর শহরের উপর পৌঁওতা বড় টিকরী এলাকার হাবিলের ছেলে আনিছুর রহমান (৪১)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার (খ) সার্কেলের পরিদর্শক লুৎফর রহমান জানান, নিজ বসত বাড়িতে আ্যম্পুল রেখে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পরিমাণ আ্যম্পুল সহ তাকে আটক কর হয়। পরে আদমদিঘী থানায় হাজির করে মাদক আইনে মামলা দায়ের পর জেল হাজতে পেরন করা হয়েছে।