প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২২, ৭:৩৬ পি.এম
দুবছর পর দর্শনা সীমান্ত দিয়ে কলকাতার পথে মৈত্রী এক্সপ্রেস
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
করোনায় বন্ধ থাকায় দীর্ঘ ২ বছর ২ মাস পর রোববার থেকে ফের চালু হলো ঢাকা-কলকাতা চলাচলকারী যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস। যাত্রীদের ইমিগ্রেশন-কাস্টমস সম্পন্ন করে গতকাল সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়ে ট্রেনটি। এরপর সীমান্তবর্তী দেশের সর্বশেষ স্টেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনায় পৌঁছায় দুপুর ১ টা ৪০ মিনিটে। এখানে ২০ মিনিট যাত্রা বিরতির পর দুপুর ২টায় সীমান্ত পেরিয়ে কলকাতার উদ্দেশে ছুটে চলে মৈত্রী। এরপর বিকেল ৪টায় কলকাতার চিতপুর স্টেশনে থামে। বিশ^ব্যাপী মহামারী করোনার কারণে ২০২০ সালের ১৫ মার্চ কলকাতা ও বাংলাদেশের ঢাকার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হয়ে যায়।
রোববার ১৭০জন যাত্রী নিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট ষ্টেশন থেকে সকাল ৮টা ১৫মিনিটে ছেড়ে বেলা দেড়টায় সময় দর্শনা আর্ন্তজাতিক ষ্টেশনে এসে পৌঁছালে ট্রেনের গার্ড আবু হানিফ ও গিয়াস উদ্দিনকে এবং ভারতে ট্রেনের গার্ড সঞ্জয় ঘোষকে ফুলের শুভেচ্ছা জানান বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসীর উদ্দিন ও ডি এসটি বাজিব বিল্লাহ। এছাড়াও ভারতের ট্রেন চালক মিনাল কান্তি বিশ^াস ও শিটুন কর্মকার ও বাংলাদেশের রবিউল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানান দর্শনা আর্šÍজাতিক ষ্টেশন সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলী।
এরপর বেলা ২টায় দর্শনা আর্ন্তজাতিক ষ্টেশন থেকে ভারতের কলকাতার উদ্দেশ্য ছেড়ে যায় যাত্রীবাহি মৈত্রী ট্রেনটি। এখন থেকে প্রতি রোবববার ঢাকা থেকে ছেড়ে এসে কলকাতা ছেড়ে যাবে এবং সোমবার ভারত থেকে ছেড়ে বাংলাদেশের ঢাকা আসা যাওয়া করবে। এছাড়া মঙ্গলবার, বুধ, বৃহস্পতিবার ও শুত্রবার ২পিয়ার করে ট্রেন চলাচল করবে বলে আর্šÍজাতিক ষ্টেশন সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলী জানান। তবে যে সকল যাত্রীদের ডবল ডোজ করোনা টিকা দেওয়া আছে শুধুমাত্র সে সকল যাত্রী মৈত্রী ট্রেনে যেতে পারবে বলে কর্তৃপক্ষ জানান।
২০০৮ সালের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) ঢাকা-কলকাতার মধ্যে যাত্রা শুরু করেছিল একমাত্র যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস। সেই সময় দুই দেশের সীমান্তবর্তী দর্শনা ও গেঁদে রেলস্টেশনে যাত্রীদের ইমিগ্রেশন-কাস্টমস করা হতো। এরপর যাত্রীদের যাত্রা সময় কমানোর জন্য দুই দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্তে ২০১৭ সালের ১০ নভেম্বর থেকে ইমিগ্রেশন-কাস্টমস সীমান্তবর্তী স্টেশন দর্শনা ও গেঁদের পরিবর্তে যাত্রা পয়েন্ট ঢাকার ক্যান্টনমেন্ট ও কলকাতার চিতপুর স্টেশন থেকে শুরু করা হয়।
এরপর করোনার কারণে ২০২০ সালের ১৫ মার্চ তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ ২বছার ২মাস পর আবারও ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহি ট্রেন চলাচল শুরু হলেও দর্শনা চেকপোষ্ট দিয়ে পূর্নাঙ্গভাতে যাত্রী চলাচল শুরু হয়নি। শুধুমাত্র ভারত থেকে যাত্রী এলেও বাংলাদেশ থেকে কোন যাত্রী যাচ্ছে না। ফলে এলাবাসীর দাবী দর্শনা চেকপোষ্ট দিয়ে পূর্নাঙ্গ দুদেশের যাত্রী চলাচল শুরু হোক।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।