প্রেস বিজ্ঞপ্তি
রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা হতে ২০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১॥ মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার জব্দ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র্যাব বিপুল পরিমাণ দেশী/বিদেশী মাদক উদ্ধার করে জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। “চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জ¦ীবিত হয়ে র্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে।
এ যাবৎ র্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ মে ২০২২ ইং তারিখ র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হবিগঞ্জ জেলা হতে প্রাইভেটকার যোগে বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে রাজধানীর ঢাকার দিকে যাচ্ছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গত ২৮ মে ২০২২ তারিখ আনুমানিক ১৮৪০ ঘটিকায় ডিএমপি, ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল গেইট সংলগ্ন ফুটওভার ব্রীজের অনুমান ৫০ গজ পূর্বদিকে যাত্রীছাউনির সামনে বনানী টু এয়ারপোর্ট গামী পাকা সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী মোঃ শামীম মিয়া (২৩), পিতা- মৃত তোতা মিয়া, জেলা- হবিগঞ্জ’কে গ্রেফতার করে।
এসময় ধৃত আসামীর নিকট হতে ২০ কেজি গাঁজা (যার আনুমানিক মূল্য ৬,০০,০০০/- টাকা), ০১ টি মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকার ও ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ৩। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যায় যে, সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হবিগঞ্জ জেলা হতে গাড়ীযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। স্বাক্ষরিত/- নোমান আহমদ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অধিনায়কের পক্ষে মোবাইলঃ ০১৭৭৭৭১০১০৩।