সাইফুর নিশাদ
নরসিংদী প্রতিনিধি
মনোহরদীর সাভারদীয়া মোড়ে বৈদ্যুতিক মোটর চালিত পাম্পে একটি সিএনজি চালিত গাড়ী ধোয়ার সময় বিদ্যুতস্পৃষ্টে এক গ্যারেজ কর্মীর মৃত্যু ঘটেছে। তার বাড়ী উপজেলার তেলিকান্দা গ্রামে।
ঘটনার প্রত্যক্ষদর্শীর বিবরন অনুযায়ী, মনোহরদীর সাভারদীয়া মোড়ের একটি হোন্ডা গ্যারেজের কর্মী ইমরান (১৭)। আজ শনিবার ১১টার দিকে সেখানে বৈদ্যুতিক মোটর চালিত পাম্প মেশিন দিয়ে একটি সিএনজি গাড়ী ধোয়ার সময় সে বিদ্যুতস্পৃষ্ট হয়। দ্রুত তাকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষনা করেন। নিহত ইমরান উপজেলার গোতাশিয়া ইউনিয়নের তেলিকান্দা গ্রামের জসিম উদ্দীনের পুত্র বলে জানা গেছে। শনিবার সন্ধ্যেয় তার জানাজা অনুষ্ঠিত হবার ঘোষনা রয়েছে। গোতাশিয়া ইউপি চেয়ারম্যান আবুল বরকত রবিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।