বুলবুল হাসান : পাবনা জেলার বেড়া উপজেলাধীন মাশুমদিয়া ইউনিয়নে ২৮ মে শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. সবুর আলী নিয়মিত কাজের অংশ হিসেবে মাশুমদিয়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্প পরিদর্শনের সময় বসবাসরত সকলের খোঁজ খবর নেন। গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে নিয়মিত সেখানে যান। আশ্রয়ন প্রকল্পে বসবাসরত একজন উপকারভোগী উপজেলা নির্বাহী অফিসারকে উপহার হিসেবে আম প্রদান করেন।
এ সময় তিনি বলেন মুজিববর্ষে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বেড়াউপজেলার আশ্রয়ণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে ৫০টি পরিবারের নিকট ঈদের আগে ঘর হস্তান্তর করা হয়। এর মধ্যে নতুন ভারেঙ্গা ইউনিয়নের বাটিয়াখড়া আশ্রায়ন প্রকল্পে ১২টি এবং মাশুমদিয়া ইউনিয়নের ফকিরকান্দি আশ্রায়ন প্রকল্পে ৩৮টি ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।