স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের অনুর্ধ্ব-১৭ বালক এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ্ব-১৭ বালিকা প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে।
শনিবার (২৮ মে) সকাল ১০টার দিকে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
নাটোর জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, নাটোর পৌরসভা এবং সাতটি উপজেলাসহ বালক ও বালিকাদের মোট ৮টি বিজয়ী দলের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩১মে মঙ্গলবার বিকালে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বালক ও বালিকা পর্যায়ের জেলা চ্যাম্পিয়ন দুই দলকে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।
এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সুকুময় সরকার, নাটোর জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলামসহ অনেকে। উদ্বোধনী খেলায় নলডাঙ্গা উপজেলা দলকে পরাজিত করে নাটোর পৌরসভা দল বিজয়ী হয়।