প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ১১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২২, ১০:১০ পি.এম
বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা নবনির্বাচিত কমিটি ও বাজার চৌধুরীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ আইয়ুব চৌধুরী
রাজস্থলী
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের একমাত্র বাজারের নবনির্বাচিত বাজার পরিচালনা কমিটি ও বাজার চৌধুরীকে বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে বাজার প্রাঙ্গনে ২৮মে শনিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ও সুমন বড়ুয়ার উপস্থাপনায় সমিতির সভাপতি শামসুল আলম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, শিক্ষানুরাগী, ও বাঙালহালিয়া বাজার চৌধুরী থোয়াইসুইখই চৌধুরী।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বাজার চৌধুরীর বড় ছেলে, সহকারি বাজার চৌধুরী উয়েমং মারমা, বাজার পরিচালনা কমিটির সভাপতি- পুলক চৌধুরী, সাধারন সম্পাদক- অরুন সেন, সহ সভাপতি-বদিউল আলম ,পরিচালনা কমিটির অন্য সদস্যসহ বাজারের আগত ব্যবসায়ী বৃন্দ।
সংবর্ধনা অনুষ্টানে বাজার চৌধুরী বলেন,বাঙ্গালহালিয়া বাজারের যেকোন উন্নয়ন মূলক কাজে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন থোয়াইসুইখই চৌধুরী। তিনি আরো বলেন, বাজারের সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধনে ব্যবসায়ী সমিতির সভাপতি শামশুল আলম এর পিতা মরহুম হাজী আবদুর রসিদের অবদান ছিল অতুলনীয়। নতুন বাজার পরিচালনা কমিটি বাজারের উন্নয়নে ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।