এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো।
রাঙ্গুনিয়া উপজেলার ১৫নং লালানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ মে) উপজেলার নূরে মদিনা কমিউনিটি সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দীন রিয়াজ।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: কাঞ্চন মিয়ার সভাপতিত্বে ও তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া পৌর মেয়র ও উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: শাহাজান শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক মো: জসিম উদ্দিন তালুকদার, লালানগর ইউপির সাবেক চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার, সেক্রেটারি মীর গোলাম মোস্তফা বাবুল ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: দিদারুল আলম।
এছাড়াও সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা- উপজেলা পর্যায়ের আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে মো: কাঞ্চন মিয়াকে পুনরায় সভাপতি ও ইঞ্জি: লোকমান হোসেনকে সাধারন সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।