আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের গুলি বর্ষণ ও সশস্ত্র হামলার প্রতিবাদে ভোলা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মে) সকাল ১১টায় ভোলা কালিনাথ রায় বাজার হাটখোলা জামে মসজিদের সামনে থেকে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল বের হলে পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা একত্রিত হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে-আলম, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, সিনিয়র যুগ্ম সম্পাদক নিয়াজ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদুল মুন্না, পৌর ছাত্রদলের আহবায়ক জাকারিয়া মনজু সদস্য সচিব জাকারিয়া বিল্লালসহ প্রমুখ।