রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী আরাফাত হোসেন রাজিব আত্মহত্যা করেছে। উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের বাসিন্দা আরাফাত হোসেন রাজিব পেশায় একজন কৃষক। রাজিবের ভাই সাকিবুর রহমান জানান, শুক্রবার সকালে তার ভাই ও ভাবীর মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে রাগারাগি হলে ভাবী বিকালে বাবার বাড়ি চলে যায়।
ওইদিন রাতে রাজিব রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে যায়। ২৮ মে শনিবার সকালে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের বেড়া ভেঙে ভিতরে ডুকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। স্ত্রীর সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে সবার ধারণা।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আর্শাদ জানান, ঘটনা জেনে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কারও অভিযোগ না থাকায় এবং লাশের ময়না তদন্ত না করার অনুরোধ করায় পরিবারের লোকজনের কাছে রাজিবের লাশ হস্তান্তর করা হয়েছে।