মোঃ আজিজার রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুরঃ শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিনাজপুর শহরের পুনর্ভবা নদীর লালবাগ গোরস্তান এলাকার এলাকার সাইফুর রহমানের ছেলে এবং চেহেলগাজী শিক্ষা নিকেতনের নবম শ্রেণির ছাত্র ইফতি রহমান শাকিল মারা যান।
শাকিলের পরিবার জানায়, নানার সঙ্গে লিচু পড়া দেখতে গিয়েছিল শাকিল। এসময় মুখ-হাত ধুতে গিয়ে পিছলে নদী পড়ে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে পাঁচ ঘণ্টার চেষ্টায় তার লাশ উদ্ধার করেন। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।