প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৩:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২২, ৭:০০ পি.এম
আনসার সদস্যদের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট,থানায় অভিযোগ
নিজস্ব প্রতিনিধিঃ নাটোরের লালপুরে কমল আলী নামের এক আনসার সদস্যদের বাড়িতে অতর্কিত হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মে) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার ধরবিলা মাঠপাড়া গ্রামে ও-ই আনসার সদস্যের নিজ বসত বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ঘরের ভেতরে প্রবেশ করে বাক্সের তালা ভেঙ্গে বাক্সে রক্ষিত গাভী বিক্রি, অটো গাড়ি ও জমি বিক্রয়ের মোট সাড়ে তিন লক্ষ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছ।
এ ঘটনায় চার জন আহত হয়েছে। আহতদের দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে, প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছে ২ জন। কমল চট্টগ্রামের একটি থানায় আনসার ব্যাটেলিয়ানে কর্মরত আছে। অসুস্থতা জনিত কারনে সে বর্তমানে ছুটিতে আছে। কমল আলী নাটোরের লালপুর উপজেলার ধরবিলা মাঠপাড়া গ্রামের শামসুল ইসলামের বড় ছেলে।
স্থানীয়রা জানান, গোলাপির বিয়ের পর থেকেই তাকে নির্যাতন করা হয়। তার প্রতিবাদ করতে গেলে গোলাপির পারিবারিক কলোহের জেরে বলি হয় কমলের পরিবার।
অভিযোগ সুত্রে জানা যায়, কমলের স্ত্রী মুক্তি বেগম এর বোন গোলাপী বেগম এর শাশুড়ী ও তার ছোট ভাইয়ের বউ বিথী গোলাপীকে পারিবারিক কলহের ঘটনাকে কেন্দ্র করে মারধর করতে থাকাবস্থায় গোলাপীট বড় বোন মুক্তি তাকে রক্ষা করতে গেলে কমলের স্ত্রী মুক্তি ও তার মা কমেলা কে বেধড়ক মারপিট করে।
কমল উক্ত ঘটনা সম্পর্কে জানতে গেলে বিথী (৩০), স্বামী: কামরুল ও ফারুক (২৪), পিতাঃ ছলিম এর নেতৃত্বে বাবলু (৩৫), পিতাঃ মৃত সিরাজ মন্ডল, জহুরা বেগম (৩৫), স্বামী: বজলু, জবেদা বেগম (৫০), হাফেজ (৪০), পিতাঃ মৃত সিরাজ মন্ডল, তারু (৬০), পিতাঃ মৃত রুব্বাস, ময়না (৩০), পিতাঃ মৃত জহির, মামুন (২০), সাইফুল, উভয় পিতাঃ কলিম, রুবি বেগম (৩৭), স্বামী: হাফেজ, হঠাৎ করে কমলের বাড়িতে এসে তার ছোট ভাই শামিউল কে হাসুয়া দ্বারা ডান কাঁধে ও বাম হাতে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।
এছাড়াও লাঠি ও হাতুড়ি দ্বারা শরীরে বিভিন্ন অংশে আঘাত করে। ভাইয়ের ডাক চিৎকার শুনিয়া তাকে রক্ষা করতে গেলে কমল করে অকথ্য ভাষায় গালিগালাজ ও বেধড়ক মারপিট করে প্রাণনাশের হুমকি প্রদান করে। অভিযুক্তদের বেশিরভাগই পার্শ্ববর্তী বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের আঠালিয়া পাড়া গ্রামের বাসিন্দা।
কমল ও তার ভাইয়ের চিৎকার শুনে তাদের নানী আগাইয়া আসিলে তাকেও হাসুয়া দ্বারা আঘাত করে গুরুতর রক্তারক্ত জখম করা হয়ে। এছাড়াও ঘরের টিভি মনিটর ও অন্যান্য জিনিস পত্র ভাংচুর করে ও
এ বিষয়ে সরেজমিনে গিয়ে কথা বললে অভিযুক্তদের বেশিরভাগই ঘটনার সত্যতা স্বীকার করে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।