নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় মোছাঃ শারমিন আক্তার (১৭) নামে এক নারী জঙ্গি সদস্যকে আটক করেছে র্যাব-৩।
গতকাল শুক্রবার ভোরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মোগরাটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
সে ওই গ্রামের মোঃ সবুজ মিয়ার মেয়ে। সে ওই ইউনিয়নের উত্তর বিশিউড়া এলাকার মৌলভী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
নেত্রকোণা মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা মোঃ সোহেল রানা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে শারমিনকে আটক করে র্যাব-৩ এর একটি টিম।
পরে শুক্রবার রাত ১২ টার পর ঢাকা টিকাটুলি র্যাব-৩ এর ডিএডি মোঃ ইখতিয়ার হোসেন বাদী হয়ে মডেল থানায় মামলা দায়ের করেছে। সে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্য।
আজ (২৮ মে) শনিবার বিকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়।