সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় তৌহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে সোনাগাজী-ফেনীর আঞ্চলিক সড়কের বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ সংলগ্ন স্থানে সিএনজি চালিত অটোরিকশা এবং একটি পাওয়ার ট্রলির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সিএনজিতে থাকা ৬ জন যাত্রীকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।পরে গুরুতর আহত তৌহিদকে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদ নিহত হন। তৌহিদ উপজেলার কাস্মির (সমবায়) বাজারের গ্রিল ওয়ার্কশপের স্বত্বাধিকারী ও চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের কোরবান আলী পন্ডিত বাড়ির নুরুল আমিনের ছেলে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ দাইয়ান এই প্রতিবেদককে বলেন, সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কে সোনাগাজীগামী একটি সিএনজি অটোরিকশা এবং ফেনীগামী একটি পাওয়ার ট্রলি মুখোমুখী সংঘর্ষে ছয়জন গুরুতর আহত হন। আহতদেরকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদের মৃত্যু হয়। বাকী আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।