সাইদুল ইসলাম -রংপুর:
শিক্ষা প্রতিষ্ঠানসহ সারা দেশে আওয়ামী ছাত্রলীগের অব্যাহত হামলা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক রংপুরে ছাত্রদল যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।
শনিবার (২৮মে) রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্ত দলীয় কার্যালয় থেকে পর্যায়ক্রমে আলাদা আলাদা ভাবে জেলা ছাত্রদল, জেলা যুবদল, মহানগর ছাত্রদল ও মহানগর যুবলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে সভাপতি নুর হাসান সুমন, সাধারন সম্পাদক জাকারিয়া ইসলাম জীম ও মহানগর যুবদলের কর্মসূচীতে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাধারন সম্পাদক লিটন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন প্রমুখ।
অন্যদিকে জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদেরসহ সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুলের সভাপতিত্বে বক্তব্য রাখছেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু,স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি (রংপুর)বিভাগ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেদ উন নবী বিপ্লব, সাধারন সম্পাদক রুবেল, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব আক্তারুজ্জামান তিতু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত জীবন। জেলা যুবদলের মিছিল শেষে সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদলের সাধারন সম্পাদক শামসুল হক ঝন্টু প্রমুখ।