উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফুটবল টুর্ণামেন্ট বালিকা (অনুর্ধ-১৭) আন্ত: ইউনিয়ন খেলা-২০২২এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
(২৭ মে) শুক্রবার বিকাল ৪ টায় যুব ও ক্রিয়া মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা ক্রিড়া সংস্থার উদ্যোগে ক্রিয়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।কচুয়া সরকারি সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় মঘিয়া ইউনিয়ন পরিষদ একাদশ গজালিয়া ইউনিয়ন পরিষদ একাদশকে ৫-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
খেলার নির্ধরিত সময়ের মধ্যে ২-২ গোলে ড্র হয়।পরবর্তীতে টাইবেকারে মঘিয়া ইউনিয়ন পরিষদ একাদশ ৫-৩ গোলে গজালিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। খেলা পরিচালনা করেন জেলা ক্রিড়া সংস্থার রেফারী মো: তৈয়াবুর রহমান, মো: লাচ্চু মোড়ল ও মো: গাউস আলম।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি ও উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য মীর আওসাফুর রহমান মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মদ, কচুয়া থানা অফিসার ইন চার্য (ওসি) মো: মনিরুল ইসলাম, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) ও সাবেক অধ্যাক্ষ মো: সাইফুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, উপজেলা ক্রিয়া সংস্থার সাবেক সধারন সম্পাদ শিকদার কামরুল হাসান কচি। মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাজরা হাফিজুর রহমান তোতা, ইউনিয়ন চেয়ারম্যান ও ক্রিড়া সংস্থার সদস্য শিকদার হাদিউজ্জামান,ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী, ক্রিড়া সংস্থার সদস্য জিয়াউল হক পল্লব, ক্রিড়া সংস্থার সদস্য তানিয়া আক্তার, প্রেসক্লাব সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, সেখ নাহিদ হোসেন, মো: বাবুল মল্লিকসহ উপজেলা ক্রিড়া সংস্থার সকল সদস্য ও সকল ইউনিয়ন চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।