মোঃ হাফিজুর রহমান
টুংগীপাড়া উপজেলা প্রতিনিধি
আজ শনিবার সকাল ১০ টা ১০ মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মানিকগঞ্জ সদর উপজেলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষক বৃন্দ পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
পরে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানান। মানিকগঞ্জ সদর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যে প্রতিষ্ঠানটি আছে অর্থ প্রতিষ্ঠান সরকারিকরণের জন্য সকল শিক্ষক ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পক্ষে আবেদন জানান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল, সহকারি শিক্ষক মোঃ মহিউদ্দিন, সহকারী শিক্ষিকা সেলিনা আক্তার, সহকারি শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন ভূঁইয়া, সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম খান, সহকারি শিক্ষক মোঃ নাসির উদ্দিন, অফিস সহকারী মোঃ জানে আলম সহ আরো অন্যান্য।
পরে বঙ্গবন্ধু বাসভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে।