মেহেরপুর থেকে হিরক খান
মেহেরপুর পৌরসভায় সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী তৃতীয় লিঙ্গের সিমা চৌধুরী প্রথম ভোট যুদ্ধে অংশ নিয়েছেন।মেহেরপুর পৌরসভায় সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী তৃতীয় লিঙ্গের সিমা চৌধুরী।সকালের দিকে পছন্দের প্রতীক “জবা ফুল” হাতে পেয়ে এমন প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন মেহেরপুর পৌরসভার ৩ নং (৭,৮,৯) ওয়ার্ডের সংরক্ষিত সদস্য প্রার্থী তৃতীয় লিঙ্গের সিমা চৌধুরী।
তিনি জনগনের সুখ দুখ আর ভালবাসা শেয়ার করতে চাই। তাদের পাশে থেকে সেবা করতে চাই।আপনারা আমাকে ভোট দেবেন। দোয়া করবেন আমি যেনো দেশ ও দশের সেবা করতে পারি।এই ওয়াডের অন্য দুজন নারী প্রার্থীর্রা হলেন হামিদা ও রোকসানা খাতুন। মেহেরপুর পৌরসভায় এই প্রথম একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিয়েছেন।