প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২২, ৮:৫৬ পি.এম
মেহেরপুরে আহলে হাদিস মসজিদে হট্টগোল
মেহেরপুর থেকে হিরক খান
মেহেরপুর শহরের শাহাজী পাড়া আহলে হাদিস মসজিদে নামাজ শেষে ঈদগাহের জায়গা কেনাকে কেন্দ্র করে মুসল্লি ও কমিটির সদস্যদের মাঝে বাকবিতন্ডার জেরে সংঘর্ষে মুসল্লি তারিকুল ইসলাম ও নুরুল ইসলামসহ ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ মে) জুম্মার নামাজের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এনিয়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। মুসল্লিরা জানান, শহরের শাহজীপাড়া জামে মসজিদের মুসল্লিদের জন্য নিজস্ব কোনো ঈদগাহ ময়দান নেই। তারা দুটি ঈদের নামায পড়ে থাকেন সামসুজ্জোহা পার্কে।
শুক্রবার জুম্মার নামাজের সময় মুসল্লি খলিলুর রহমান, সুমন হোসেন বিশ্বাসসহ কিছু লোক ঈদগাহের জন্য জমি কেনার প্রস্তাব দেন। মসজিদ কমিটির সভাপতি আজিমুদ্দীন বিশ্বাসসহ কমিটির অন্যান্য সদস্যদের সাথে এ নিয়ে প্রস্তাবকারীদের প্রথমে বাকবিতন্ড হয়। পরে উভয় গ্রুপের লোকজনের মধ্যে বাতবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। হাতাহাতিতে বেশ কয়েক জনের জামা কাপড় ছিড়ে যায়।
এসময় তারিকুল ইসলাম ও নুরুল ইসলাম মাস্টারকে কিল ঘুষি মারে বলে অভিযোগ করেন তারা। মসজিদ কমিটির সভাপতি আজিমুদ্দীনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তাকে পাওয়া যায়নি। এঘটনায় আহলে হাদীসের ওই মসজিদের মুসল্লিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।