প্রেস বিজ্ঞপ্তি
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য সার্বক্ষনিক টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে সর্বদাই কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আইন শৃংঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে অপরাধ সংগঠনকারী চক্রগুলি সময়ে সময়ে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন করে আসছে। এই সমস্ত প্রতারক ও অপরাধী চক্রদের গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গি দমন সহ বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় ২৬ মে ২০২২ তারিখ, র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন হেলাতলা ইউনিয়নের ০৭ নং ওয়াডর্স্থ, দমদম বাজার এলাকায় এক ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যের পরিচয় দিয়ে ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে উক্ত স্থানে অবস্থান করিতেছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি একই তারিখে ১৯.৫০ ঘটিকার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন হেলাতলা ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আব্দুর রহমান (২৬), পিতা- মৃত শহিদুল সরদার, মাতা-রেবেকা খাতুন, সাং-দক্ষিন পুইজালা, ওয়ার্ড নং-০৩, ইউপি-শ্রীউলা, থানা-আশাশুনি, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করে। এ সময়ে উপস্তিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে (ক) সৈনিক পদবীর বাংলাদেশ সেনাবাহিনী লেখা ০১টি নকল আইডি কার্ড, (খ) বাংলাদেশ সেনাবাহিনীর ০১টি ফুল শার্ট ও ০১টি ফুল প্যান্ট, (গ) মোঃ আব্দুর রহমান নামীয় ০১টি নেইম প্লেট, (ঘ) ফরমেশন সাইন ০১টি, (ঙ) বাংলাদেশ সেনাবাহিনী লেখা নেইম প্লেট ০১টি, (চ) সোল্ডারব্যাচ ০২ (দুই) জোড়া যাহাতে ইংরেজীতে ARTILERY লেখা আছে, (ছ) বাংলাদেশ সেনাবাহিনীর মূল্যেবোধ ও চেতনাকার্ড ০১টি, (জ) বাংলাদেশ সেনাবাহিনীর পোষাক পরিহিত ধৃত আসামীর পাসপোর্ট সাইজের ছবি ০৩ কপি, (ঝ) পুরাতন সোল্ডার ব্যাগ ০১টি, (ঞ) ০২ টি সিমকার্ডসহ ০১ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যাক্তি তার নিকট হতে প্রাপ্ত আইডি কার্ডটি ভুয়া এবং এই ভুয়া পরিচয় ব্যবহার করে সে বিভিন্ন নারীর সাথে সুসম্পর্ক গড়ে তুলতো এবং বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণ করতো বলে সে স্বীকার করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]