স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরের বাগাতিপাড়ায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাজেদ হোসেন (৫২) নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মে) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার জিগরী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। মৃত মাজেদের পাঁকা ইউনিয়নের আস্তিক পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জিগরী বাজারের দক্ষিণ পাশে ঘরের টিনের চালার উপর দাঁড়িয়ে গাছের আম পাড়ছিলেন মাজেদ। একপর্যায়ে গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে আম পাড়া কাঁচা বাঁশের লাঠির স্পর্শ হলে সে বিদ্যুতায়িত হয়ে ঘরের চালার উপর পড়ে যান। স্থানীয় তাকে টিনের চাল থেকে নামানোর পরপরই তার মৃত্যু হয়।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বিদ্যুৎ স্পৃষ্ঠে মাজেদ নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছেন। এব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেননি।