ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আশ্রয়ণ প্রকল্প নিয়ে বাংলাদেশে যে কোনো জায়গা দূর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয় মন্ত্রী অ্যাড: আনিসুল হক এমপি। শুক্রবার (২৬ মে) সকালে আখাউড়া উপজেলার রাজাপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি মিথ্যা এবং সন্ত্রাসী করতে অভ্যস্ত। বাংলাদেশের কিছু ভালো হক সেটা বিএনপি চায় না। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার স্বপ্নের পদ্মা সেতু। বানাতে পেরেছে এবং সেটা বাংলাদেশের জনগণের অর্থায়নে সেটা বিএনপির সহ্য হচ্ছে না। তাই অপপ্রচার চালাচ্ছে।
সম্প্রতি আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতির অভিযোগ আখাউড়ার ইউএনও রোমানা আক্তার ও এসিল্যান্ড সাইফুল ইসলামের বদলি জনিত বিষয়ে আইনমন্ত্রী বলেন, যারা জড়িত আছে, যাদেরকে জড়িত দেখা গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আশ্রয়ণ প্রকল্প নিয়ে বাংলাদেশে যে কোনো জায়গা দূর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র এম.জে হাক্কানি, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী।