প্রেস বিজ্ঞপ্তি
গাজীপুর মহানগরীর টঙ্গী রেলষ্টেশন এলাকা হতে ৩০.৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১॥মাদক পরিবহণে ব্যবহৃত সিএনজি জব্দ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র্যাব বিপুল পরিমাণ দেশী/বিদেশী মাদক উদ্ধার করে জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। “চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জ¦ীবিত হয়ে র্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে।
এ যাবৎ র্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় গত ২৬ মে ২০২২ ইং তারিখ র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাহ্মনবাড়িয়া হতে বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে টঙ্গী কালিগঞ্জ মহাসড়ক রোড হয়ে গাজীপুরের দিকে আসছে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গত ২৬ মে ২০২২ তারিখ আনুমানিক ১৭৫০ ঘটিকায় জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী রেল ষ্টেশন এর মেইন গেইট এর পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ জালাল মিয়া (৫০), পিতা-মোঃ রঙ্গু মিয়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ও ২) মোঃ সোলাইমান হোসেন (২২), পিতা- মৃত আলী হোসেন, জেলা-নরসিংদীদের’কে গ্রেফতার করে।
এসময় ধৃত আসামীদের নিকট হতে ৩০.৫ কেজি গাঁজা, মাদক পরিবহণে ০১ টি সিএনজি ও ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি ব্রাহ্মনবাড়িয়া হতে সিএনজিযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে গাজীপুরসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে মর্মে জানা যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। স্বাক্ষরিত/- নোমান আহমদ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অধিনায়কের পক্ষে মোবাইলঃ ০১৭৭৭৭১০১০৩।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]