প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-৩ এর পৃথক পৃথক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা হতে সংঘবদ্ধ চাঁদাবাজ এবং ছিনতাইকারী চক্রের ২৬ জন সদস্য গ্রেফতার: চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত বিপুল পরিমান টাকা, মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্র উদ্ধার।
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। বর্তমান সময়ে জঙ্গিবাদ, সন্ত্রাসী, প্রতারক চক্র, চাঁদাবাজ, ধর্ষণকারী, নৈরাজ্যকারী, বিভিন্ন মামলার আসামী, অপহরণকারী, মানবপাচারকারী, জালনোট ব্যবসায়ী এবং ছিনতাইকারীসহ বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।
সম্প্রতি র্যাব-৩ এর একটি আভিযানিক গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর বিভিন্ন এলাকায় কতিপয় সংঘবদ্ধ চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের সদস্যরা রাজধানীর বিভিন্ন স্থানে সবজি ও ফলের দোকান, ফুটপাতের অস্থায়ী দোকান, লেগুনা স্ট্যান্ড এবং মালবাহী গাড়ী হতে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায়সহ ছিনতাই করে আসছে। কেউ চাঁদা দিতে রাজী না হলে তারা দেশীয় অস্ত্রের মাধ্যমে জীবন নাশের হুমকি প্রদর্শন করে। তাদের অত্যাচারে দোকানদারদের স^াভাবিক ব্যবসা পরিচালনা করা দুর্বিসহ হয়ে উঠেছে। র্যাব-৩ উক্ত চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারীবৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর ১ম আভিযানিক দল ২৬/০৫/২০২২ তারিখ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চাঁদাবাজ চক্রের সদস্য ১। মোঃ মোশারেফ হোসেন (২৯), সাং-রসুলপুর, থানা-শশীভূষন, জেলা-ভোলা, ২। মোঃ মাসুদ রায়হান (২৮), সাং-২৯৭ ওহাব কলনী, থানা-সবুজবাগ, ডিএমপি, ঢাকা, ৩। মোঃ রোকন (২৯), সাং-বড়ইকান্দি, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, ৪। মোঃ বিল্লাল হোসেন (৩৩), সাং-মাইজপাড়া, থানা-কালকিনী, জেলা-মাদারীপুর, ৫। মোঃ আকতার হোসেন (৩৫), সাং-চরেরহাট, থানা-খালিশপুর, জেলা-খুলনা, ৬। মোঃ হারুন(৪৮), সাং-১৬ মেরাদিয়া বড়বাড়ী, থানা-খিলগাঁও, ডিএমপি, ঢাকা, ৭। মোঃ সাহেব আলী(৪৯), সাং-বাউর পাড়, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর, ৮। মোঃ জুয়েল(৪৩), সাং-মহিষের চর পাকা মসজিদ, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর, ৯। মোঃ আরিফ চৌধুরি (৫৩), সাং-আবুরী, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া, ১০। মোঃ আল আমিন (৩৩), সাং-৭নং সরিষামুড়ি, থানা-বেতাগী, জেলা-বরগুনা, ১১। মোঃ সুমন (৩৩), সাং-দোয়ানীপাড়া, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর, ১২। মোঃ রানা (২৬), সাং-কিছামত বাকশি, থানা-সাদুল্যাপুর, জেলা-গাইবান্ধা, ১৩। মোঃ ইমান আলী (৪০), সাং-বিষকাঠালী, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর এবং ১৪। মোঃ ইকবাল (৪৫), সাং-পশ্চিম সোনামুখি, থানা-পালং, জেলা-শরিয়তপুরদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকালে উক্ত আসামীদের নিকট হতে নগদ ৪৪,৯৯০ টাকা এবং ১৫ টি মোবাইলফোন উদ্ধার করা হয়।
র্যাব-৩ এর ২য় আভিযানিক দল ২৬/০৫/২০২২ তারিখ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের সদস্য ১। মোঃ সুমন (২৯), সাং-কুমিতপুর, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা, ২। মোঃ আব্দুর রহমান (১৯), সাং-কুলাউরা, থানা-দুয়ারাবাড়িয়া, জেলা-সুনামগঞ্জ, ৩। মোঃ সাইফুল মিয়া (২৩), সাং-আতিপুরা, থানা-নাসিরগঞ্জ, জেলা-ব্রাহ্মনবাড়িয়া, ৪। মোঃ রিপন মিয়া (২১), থানা-জতনমুরী, থানা-কোলাউরা, জেলা-মৌলভীবাজার, ৫। মোঃ আামিরুল ইসলাম (৫৫), সাং-হামছাদি, ইউপি-বৈদ্যের বাজার, ৬নং ওয়ার্ড, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ, ৬। নিত্যানন্দ অধিকারী (৫০), সাং-সোমাইরপাড়া, ইউপি-বাগধা, ৭নং ওয়ার্ড, থানা-আগইলঝড়া, জেলা-বরিশাল, ৭। মোঃ আনোয়ার হোসেন (৪৮), সাং-হামছাদি, ইউপি-বৈদ্যের বাজার, ৬নং ওয়ার্ড, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ, ৮। মোঃ সোহেল (৩০), সাং-পঞ্চবটি, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ৯। শরিফ (২২), সাং-গুলিস্থান এলাকায় ভাসমান, থানা-পল্টন মডেল, ডিএমপি, ঢাকা, ১০। মোবারক(২১), সাং-চেয়ারম্যান বাড়ী, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, ১১। মোঃ আল আমিন (২৬), সাং-পূর্ব ইসলামবাগ, থানা-পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড় এবং ১২। সুরুজ মিয়া (২৮), সাং-গুলিস্থান এলাকায় ভাসমান, থানা-পল্টন মডেল, ডিএমপি, ঢাকাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকালে উক্ত আসামীদের নিকট হতে ০৪ টি ক্ষুর এবং ০৮ টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকার সবজি ও ফলের দোকান, ফুটপাতের অস্থায়ী দোকান, লেগুনা ষ্ট্যান্ড এবং মালবাহী গাড়ী হতে অবৈধভাবে জোরপূর্বক দোকান প্রতি ১০০ থেকে ৫০০ টাকা হারে চাঁদা আদায় করে থাকে। তারা আরও জানায় যে, রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান দোকান সমূহের মালিকদেরকে ভয়ভীতি দেখিয়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রত্যেক দোকানদারদের নিকট হতে চাঁদা আদায় করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ছিনতাইকারীরা জানায় যে, তারা রাস্তায় উৎ পেতে থাকে। সুযোগ বুঝে দেশীয় অস্ত্র প্রদর্শন করে পথচারী, রিক্সা আরোহী ও সিএনজি যাত্রীদের ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাই করে আসছে বলে জানায়।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বীণা রানী দাস, পিপিএম, পিপিএম (সেবা)
অতিরিক্তি পুলিশ সুপার
স্টাফ অফিসার (অপারেশন্স)
পক্ষে পরিচালক
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]