আজিজুল হক,পেকুয়া প্রতিনিধি:-
কক্সবাজারে পেকুয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে বসতবাড়ি পুঁড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার টইটং ইউনিয়নের কইড়ার পাড়া এলাকায় এই অগ্নিপাতের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শামসুল আলমের সেমিপাকা বসতবাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সুত্র ঘটে। এ সময় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এ সময় শামসুল আলমের বাড়িতে থাকা ধান, চাউল, বিভিন্ন আসবাবপত্র নগদ টাকাসহ মালামাল আগুন পুঁড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর প্রানপন চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। প্রায় একঘন্টা পরে ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন আনে। এদিকে তারা আজ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংকর বড়ুয়া জানান, আগুনে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হতে পারে। এছাড়া স্বর্ন ও নগদ টাকাও পুঁড়ে গেছে।