মাহফুজ হাসান,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে দীর্ঘ ১৮ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি পদে বীরমুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু ও সাবেক উপজেলা যুবলীগের আহ্বায়ক এমএ হালিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
হোসেনপুর উপজেলা আওয়ামীলীগ সম্মেলন ফলাফল জহিরুল ইসলাম নুরু মিয়া – প্রাপ্ত ভোট, ১২১,শাহ মাহবুবুল হক -প্রাপ্ত ভোট, ১০৭ সাধারণ সম্পাদক:এম এ হালিম – প্রাপ্ত ভোট, ১১৭ রাইসুল হাসান কেনেডি, ১১০ তিন মাসের মধ্যে তাদের ৭১ সদস্যের কমিটি তৈরি করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সৈয়দ আসাদুজ্জামান খান অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলরদের ভোটাভুটি পরিচালনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
নেতাকর্মীরা কাউন্সিল অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট জিল্লুর রহমান।
জাতীয় সংগীতের সঙ্গে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে ও বেলুন উড়িয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ বি এম রিয়াজুল কবির কাউছার, সাহাবুদ্দিন ফরাজী, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল প্রমুখ।
দীর্ঘদিন পর সম্মেলন হওয়া হাজার হাজার নেতাকর্মী দুপুর থেকে মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন। এই সম্মেলন পরে এক বিশাল কর্মী সমাবেশে পরিণত হয়।