ফেনী জেলা প্রতিনিধি: জাহিদ হাসান চৌধুরী
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারাইয়ার হাটে ডাকাত সন্দেহে র্যাবের তিন সদস্যকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। বুধবার (২৫ মে) সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে একটি প্রাইভেটকার সন্দেহ হলে কারটি র্যাব সদস্যরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে, প্রাইভেটকারে থাকা লোকজন ডাকাত বলে চিৎকার করলে স্থানীয় জনগণ পিটিয়ে গুরতর আহত করে।
আহত র্যাব-৭ সদস্যরা হলেন, কাউসার (২৯), মোখলেস উদ্দিন (৩৩) ও পারভেজ (২৮)। কাউছার ও মোখলেছকে হেলিকপ্টার যোগে রাতেই ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। পারভেজকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মিরসরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ বলেন, বুধবার সন্ধ্যায় র্যাবের তিন সদস্যকে স্থানীয়রা পিটিয়ে আহত করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
র্যাবের সদর কোম্পানী কমান্ডার তাহিয়াত চৌধুরী বলেন, র্যাব সদস্যরা একটি প্রাইভেটকার আটক করলে প্রাইভেট কারে থাকা লোকজন ডাকাত বলে চিৎকার দিলে আশপাশের লোকজন তাদেরকে গণপিটুনি দেয়।