মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের ধারাবাহিক অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) জেলা পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম এর সার্বিক নির্দেশনায় কাজিপুর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম, কাজিপুর থানা, সিরাজগঞ্জের তত্ত্বাবধানে কাজিপুর থানার একটি অভিযানিক দল ইং ২৩ মে সোমবার কাজিপুর থানাধীন শুভগাছা এলাকায় অভিযান চালিয়ে রুবেল নামে এক শীর্ষ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে
আসামী মোঃ রুবেল (২২), পিতা-মৃত কুড়ান শেখ, সাং-বীর শুভগাছা, থানা-কাজিপুর, জেলা-সিরাজগঞ্জকে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন এবং নিয়মিত মামলা মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।