মির্জাগঞ্জ উপজেলা, প্রতিনিধি
পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃখলিলুর রহমান মোহন-এর সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মরহুম খবির উদ্দীন মাষ্টারের কবর যেয়ারত এবং তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানানোর জন্য মির্জাগঞ্জের ঝাটিবুনিয়ায় আগমনের কারণে ঐতিহ্যবাহী ঝাটিবুনিয়া মুজাফ্ফর ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, কর্মচারী ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে বরণ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুস সাত্তার-এর সভাপতিত্বে বিশেষ সভার আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানুনিকভাবে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন; মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দীন জুয়েল বেপারী, মৌকরন ডিগ্রী কলেজের অধ্যক্ষ এইচ এম গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মোঃমহসীন মৃধা, পটুয়াখালী শহর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দীন খোকা মিয়া, আলহাজ্ব কামরুল জাহান বাচ্চু ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
দেশকে সমৃদ্ধের দিকে নিয়ে যাবার জন্য প্রধানমন্ত্রীকে মহানায়কে উপখ্যান করে তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে আরো সুসংগঠিত হতে আহ্বান করে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মোহন তার বক্তব্যে বিদ্যালয়টির অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা সরাঞ্জামাদি বৃদ্ধির জন্য
প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জেলা পরিষদের সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেন।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দীন জুয়েল বেপারী শিক্ষা প্রসারে ছাত্র-শিক্ষক সকলের সমান ভূমিকা রাখার ক্ষেত্রে তাগিদ দিয়ে বক্তব্য রাখেন এবং উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মোঃমহসীন মৃধা মির্জগঞ্জে আগমন উপলক্ষে প্রধান অতিথিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। সভা সঞ্চালনায় ছিলেন মোঃ মিজানুর রহমান মাস্টার।