আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি
ভোলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. তুহিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ মে) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু তুহিন ওই গ্রামের হাসান মিয়ার ছেলে।
স্থানীয় হেলাল উদ্দিন নয়ন জানান, দুপুরের দিকে তুহিন তাদের বসতঘরের পাশে পুকুরে গোসল করতে যায়। ঘাটলায় বসে গোসল করার এক পর্যায়ে পা পিছলে সে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে শিশু তুহিনের মরদেহ ভাসতে দেখা যায়।
বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) আব্দুল আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।