আশরাফুর রহমান, স্টাফ রিপোর্টার মাদারীপুরঃ
মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে তায়েবা নামে তিন বছর বয়সের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত তায়েবা উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝের কান্দি গ্রামের মানিক তালুকদারের মেয়ে। সোমবার রাতে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, শিশু তায়েবা তার বাড়ির সবার চোখ ফাকি দিয়ে বাড়ির পাশের খালের পাড়ে খেলতে যায়। এসময় সে হঠাৎ করে পা পিচলে খালের পানিতে পড়ে গিয়ে নিখোজ হয়। পরে স্থানীয় লোকজন তাকে অনেক খোজাখুজি শেষে খালের পানি থেকে তার ভাসান্ত লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে এনায়েতনগর এলাকার সাবেক ইউপি সদস্য মোঃ সেলিম সরদার বলেন, শিশু তায়েবা খালের পানিতে ডুবে মারা গেছে। আসলে বিষয়টি দুঃখজনক।