জবি প্রতিনিধি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবিতে) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটুক্তি, কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের উপর পুলিশের হামলা ও মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।
(সোমবার) সকাল নয়টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সামসুল আরেফিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জবি ছাত্রদল নেতা শামসুল আরেফিন বলেন, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা প্রত্যাহার করতে হবে। ছাত্রদল সভাপতির উপর পুলিশি হামলা-মামলা বন্ধ করতে হবে। অন্যথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে কঠোরভাবে জবাব দিবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন ইকবাল, সাবেক যুগ্ম-সম্পাদক সানোয়ার হোসেন মিঠু, সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা মো. কিবরিয়া, রাকিবুল ইসলাম পলাশ, সাইফ সবুজ, জাহিদুর রহমান জামাল, সজীব সাজু, জাহিদুল ইসলাম, সাজাদ হোসেন পলাশ, ওলিউর রহমানসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
এদিকে ক্যাম্পাস শাখা ছাত্রদলের আরেকটি গ্রুপ বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলটি সকাল সাড়ে নয়টায় শাখা ছাত্রদলের সভাপতি প্রার্থী মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে বের হয়। মিছিলটি রায়সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে নবাবপুর রোডে গিয়ে শেষ হয়।
এ মিছিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাওলাদার, সালাউদ্দিন আহমেদ, ছাত্রদল নেতা সাইফুল হক তাজ, নাহিদ চৌধুরী, তাহাজ্জদ জনি, ওয়াহিদুজ্জামান তুহিন, রফিকুল ইসলাম, নাসিম আহমেদ, জামাল সাগর, মো. শাহরিয়ার, মো. আজিজ, তোহিদ চৌধুরী, জাহিদ ভুইয়াসহ অর্ধশতাধিক নেতাকর্মী।