নুর আলম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি।
কুড়িগ্রামের উলিপুরে ১০১ বোতল ফেনসিডিলসহ বিপুল মজুমদার (৫০)নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে উলিপুর থানা পুলিশ। ও মাদক পরিবহনের একটি বাইক ও একটি অটোরিকসা আটক করা হয়েছে।আটক বিপুল মজুমদার বিপু উলিপুর পৌর শহরের পোস্ট অফিস মোড় এলাকার শচীন্দ্র নাথ মজুমদার এর পুএ। তার বাড়ীর সামনে উলিপুর- রাজারহাট রোডে দাড়িয়ে থাকা একটি অটোরিকশার সামনের সিটের নিচ থেকে১০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
পুলিশ জানায়, রোববার ২২মে সন্দ্যায় গোপন সংবাদের ভিওিতে উলিপুর থানর এস আই মশিউর রহমান, হারিছুর রহমান,এ এস আই সোহাগ পারভেজ, আরিফ, রুহুল সহ সংগীয় ফোস’ পৌর শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী বিপুল মজুমদার বিপুকে ১০১ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল পরিবহনের কাজে ব্যবহিত একটি মোটরসাইকেল ও অটোরিকশাসহ তাকে আটক করা হয়।
সে দীঘ দিন থেকে উলিপুরে বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করে আসছিলো। উলিপুর থানার অফিসার ইনচাজ (ওসি) ইমতিয়াজ কবির জানান আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীক সোমবার (২৩ মে) আদালতের মাধ্যমে জেল হাজতে পেরন করা হবে।