মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের সাপ্তাহিক চৌকিদারী প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে) থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সাপ্তাহিক চৌকিদারী প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএম।
প্রধান অতিথি হিসেবে কাজিপুর থানার সাপ্তাহিক চৌকিদারী প্যারেডে উপস্থিত সকল দফাদার ও চৌকিদারগণের উদ্দেশ্যে অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম কাজিপুর থানা এলাকায় চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত, বাল্য বিবাহ এবং ইভটিজিং বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন। বর্তমানে সিলেট অঞ্চলে চলমান পাহাড়ী ঢলের কারণে সৃষ্টি বন্যায় কাজিপুর থানা এলাকার কোন গ্রাম বন্যায় কবলিত হলে বন্যার পরিস্থিতি সংক্রান্তে তাৎক্ষনিক থানা পুলিশকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন। উপস্থিত সকলে সহযোগিতা করিবেন বলে আশ্বাস প্রদান করেন।