মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে স্ত্রী হত্যা মামলায় পলাতক আসামি স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ মে) মীম খাতুন হত্যা মামলায় তার স্বামী মোঃ নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়।
গত ইং ০৬/০৪/২০২২ তারিখে ভিকটিম মীম খাতুনের লাশ তার নানা শ্বশুরের বাড়ী হইতে পুলিশ উদ্ধার করেন এ সংক্রান্তে ভিকটিম মীম খাতুনের বাবা বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করিলে কাজিপুর থানা পুলিশ টিম ইং ২২/০৫/২০২২ তারিখ নরসিংদী জেলার শিবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মীম খাতুন হত্যার প্রধান আসামী মীমের স্বামী মোঃ নাজমুল হুদা, পিতা-নজরুল ইসলাম, সাং-জুমার খুকশিয়া, থানা-কাজিপুর, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।